সুইডিশ বিনিয়োগের আহ্বান জানালেন ড. মুহাম্মদ ইউনূস
- By Jamini Roy --
- 02 December, 2024
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ড. ইউনূস জানান, অন্তর্বর্তী সরকার ব্যবসার পরিবেশ উন্নত করতে এবং বিনিয়োগ সহজতর করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম চালু করেছে। তিনি বলেন, সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে, শ্রম আইন বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুমোদনের উদ্যোগ নিয়েছে এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগের প্রক্রিয়া সহজ করেছে।
প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, তার সরকার বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রম যেমন পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, এবং বেসামরিক প্রশাসনের উন্নয়ন উদ্যোগকে সমর্থন করছে।
বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লবের পটভূমি, সরকারের সংস্কার পরিকল্পনা, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগের সুযোগ, এবং গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হলেও সমাজের বিভিন্ন গোষ্ঠীর প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ রয়ে গেছে। তিনি বলেন, "আমরা চেষ্টা করছি এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক আছি।"
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী।
এই বৈঠকের মাধ্যমে দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে।